বিখ্যাত ব্যক্তিদের কিছু উপদেশ বাণী

বিখ্যাত ব্যক্তিদের কিছু উপদেশ বাণী

০১। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে।

০২। পরিবার দেখে বিয়ে করুন। অসভ্য, গোয়ার বা ভন্ড পরিবার কখনোই আপনার ভালো বা উন্নতি চাইবে না।

০৩। নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অংকের টাকা ধার দিবেন না। তাতে সম্পর্ক নষ্ট হবে। ভাই বোনের কাছ থেকে টাকা ফেরৎ না পেলেও ততো দুঃখ থাকবে না, কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরৎ না পেলে দুঃখের সীমা থাকবে না।

০৪। বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন।

০৫। পৃথিবীতে কেউ ব্যস্ত না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাকে গুরুত্ব দিন, জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে।



০৬। কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন।

০৭। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন, স্বার্থ বিনে কেউ সুযোগ দিবে না।

০৮। সবাই সফল হবেন না, এটা মেনে নিন। সফল তারাই হয়, যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই।

০৯। কখনো মন খারাপ করে নারাজ মুডে থাকবেন না, হাসুন, হাসিই আপনার সাইনবোর্ড, আপনার ব্রান্ডিং।

১০। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না, সফল কোন লোকই অন্য কারও মতো নয়, সবাই নিজের মতো।

১১। অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না, এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না। কারন তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে।

১২। কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন। লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম।

১৩। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোন শর্টকাট নেই। ধাপে ধাপে এগিয়ে যান, সফলতা আসবেই।

১৪। কিছুতেই আশাহত হবেন না। মনে রাখবেন, মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়।

১৫। বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না।


১৬। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এত দিনে, মুক্তি মিলে না কোন দিন জড়ালে হৃদয় কোন ঋণে। -শ্রীকান্ত

১৭। কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।

১৮। কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে, যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !

১৯। যে সত্যিকারের ভালবাসতে জানে, সে তার প্রিয় মানুষটির কান্নাকে আপন করে নিতে পারে। যে সত্যিকারের ভালবাসতে জানে, সে হাজারও কষ্টের মাঝে সেই মানুষটিকে সুখী রাখতে পারে।

২০। যে সত্যিকারের ভালবাসতে জানে, সে কখনো তার ভালবাসার মানুষটিকে ছেড়ে যেতে পারেনা! আর যে মানুষটি ছেড়ে চলে যায়, সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো না!

২১। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাদে একটু খানি সুখের আশায় আর কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়।

২২। কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে ।

২৩। মন দেখে ভালবেসো, ধন দেখে নয়। গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। এক জনকে ভালবেসো, দশ জনকে নয়।

২৪। মেয়েদের মন হয় নরম এবং অনুভূতিপ্রবণ। সে কারণে ওদের উপর ভালমন্দ দু’টি দিকেরই প্রভাব অত্যন্ত তীব্র হয়ে থাকে। সুতরাং মেয়েদের যদি সময়মত সুশিক্ষা দেওয়া না হয় তবে এর বিষম ফল পিতা মাতাকে দুনিয়া ও আখেরাতে সমভাবে ভোগ করতে হবে। - ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ)

২৫। প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিক্যাল সমস্যা থাকে। আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সে পাগল । - ধীমান সরকার ।

Post a Comment

0 Comments