সু-পন সেবা সংগঠন এর আয়োজনে কালকিনিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

সু-পন সেবা সংগঠন এর আয়োজনে কালকিনিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

রাকিব, মাদারীপুর প্রতিনিধিঃ
‍‍"আমরা মানুষ, নেই কোন ভেদাভেদ, অসহায় ও অভাবগ্রস্থ মানুষের পাশে থেকে কিছু করব" এই শ্লোগানকে বুকে ধারণ করে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাদারীপুর জেলায়  কালকিনি উপজেলার শশিকর এলাকায়  সু-পন সেবা সংগঠন  আয়োজন করে দুইদিন ব্যাপী প্রায় ১ হাজার অধিক অসহায় অভাবগ্রস্থ রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।


আজ সোমবার সকালে শশিকর উচ্চ বিদ্যালয় হল রুমে অস্থায়ীভাবে ক্যাম্প তৈরী করা হয় সেবা প্রদান করার জন্য। অসহায় অভাবী রোগীদের মাঝে ডাঃ রবীন্দ্রনাথ সরকার, ডাঃ সবুজ কুমার পাত্র, ডাঃ শুভ্র সরকার, ডাঃ বিপুল বিশ্বাস, ডাঃ ছন্দা মজুমদার, ডাঃ শিমুল চন্দ্র দাস ও ডাঃ সুমন বিশ্বাসের সমন্বয়ে এ চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এসময় রোগীদের মাঝে সকল প্রকার ওষুধ বিনামূল্যে বিতরন করে সু-পন সেবা সংগঠন

এতে উপস্থিত ছিলেন, নবগ্রাম এলাকার  ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষন বাড়ৈ, সংগঠনের সভাপতি নির্মল বাড়ৈ, শিক্ষক বিধান বৈদ্য, মাখন রায়, দুলাল রায় ও প্রদিপ বাড়ৈ প্রমুখ।

Post a Comment

0 Comments