মোঃ আবু হাসানুল হুদা রাশেদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সদর থানার বোয়ালী ইউনিয়ন এর পশ্চিম পিয়ারাপুর থেকে দুলু মিয়া নামের এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
গাইবান্ধার সদর থানার বোয়ালী ইউনিয়ন এর পশ্চিম পিয়ারাপুর থেকে দুলু মিয়া নামের এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, নিহত দুলু মিয়া পিয়ারাপুর গ্রামের কেরামতুল্লার ছোট ছেলে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। নিহত দুলু মিয়ার স্ত্রী রেহেনা বেগম জানান, তার স্বামী গতকাল রাত আনুমানিক ৮টার সময় মাছ মারার জন্য টর্চলাইট নিয়ে দারকি পাতানোর জন্য দারোগার ভিটায় যান। এসময় তিনি ছেলে মেয়ে সহ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তারপর রাত ১২ টায় হঠাৎ ঘুম থেকে জেগে দেখি স্বামী তখনো বাসায় ফিরেনি। তারপর আমি আর আমার ছেলে সহ অনেক খোজাঁখুজি করে স্বামীর খোজ পাইনি। সকাল ৬টায় ছেলে ধানের জমির ড্রেনে তার বাবার মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে এবং থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, দুলু মিয়া গত শুক্রবার রাতে তার বাড়ির অদূরে বিলে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে রাসেদুল ইসলাম শাকিল বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।
0 Comments