মাধবপুর প্রতিনিধিঃ
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মিতালী মুখার্জি সিলেট মাতাতে আসছেন। সিলেট ক্যাডেট কলেজে গান গাইবেন এ শিল্পী।
২০ ও ২১শে ডিসেম্বর এ কলেজের ‘ওল্ড ক্যাডেটস এসোসিয়েসন অব সিলেট-ওকাস’ আয়োজিত অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন মিতালী মুখার্জি।
এদিকে সিলেট ক্যাডেট কলেজে সংগীত পরিবেশন করার আগেই শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ক্যাডেটদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন মিতালী মুখার্জি। সেখানে তিনি বলেন, ওকাসের মিলন উৎসবে আমিও যোগ দিতে মুম্বাই থেকে আসবো। আমার সব গানের ডালি নিয়েই ক্যাডেটদের মধ্যে উপস্থিত হবো। আমার ভীষণ খুশি লাগছে যে, ওকাস আয়োজিত এই উৎসবে আমি অংশগ্রহণ করতে পারছি। সবাইকে তাদের পছন্দের গানের অনুরোধ নিয়ে উপস্থিত থাকতে বিশেষভাবে বলছি।
x
0 Comments