গাইবান্ধা জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ ইউএনও নবীনেওয়াজ

গাইবান্ধা জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ ইউএনও নবীনেওয়াজ

মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ  প্রাথমিক শিক্ষায় ব্যাপক অবদান রাখায় গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালে ১৬টি বিভিন্ন  ক্যাটাগরির মধ্যে তিনি ইউএনও পদে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। গতকাল ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা  যায়, শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান, বাছাই কমিটির সভাপতি, গাইবান্ধা  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করা হয়।


নবীনেওয়াজ গত ১৬ মে ২০১৯  উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন। যোগদানের পর  তিনি  এই উপজেলার নির্বাহী অফিসার হিসাবে তার মন সমুদ্রের মতই বিশাল এবং অফুরন্ত চিন্তন মননে এক অসীম উদারতার মূর্ত প্রতীকে  এ উপজেলার মানুষের কাছে  তার সেবা দিতে পেরে  এই বিশাল হৃদয়ের মানুষদেরকে নিজের মেধা, যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমাণ দিতে চেষ্টা করছে  সব সময়। উপজেলা নির্বাহী অফিসার জনাব নবীনেওয়াজ যিনি একজন শিক্ষা বান্ধব উপজেলা  নির্বাহী অফিসার হিসেবে ইতিমধ্যে উপজেলাবাসীর মনে ঠাঁই করে নিয়েছেন।

 উপজেলার অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার হার বৃদ্ধিতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব ও গনিত ক্লাব করাসহ  যানজট নিরোসন এবং বেকার সমস্যা সমাধানের চেষ্টার মাধ্যমে  প্রতিটি দপ্তরে  দূর্নিতিমুক্ত সেবার  মানবৃদ্ধিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেইসাথে সাদুল্লাপুরে স্থানীয় ও পর্যটকদের সুবিধার্থে বিনোদনের জন্য   বিলুপ্ত  ক্রীড়াঙ্গনকে  জাগ্রত করে  নেশামুক্ত  খেলোয়াড়  তৈরিসহ  বিনোদন কেন্দ্র  করার পরিকল্পনা   এবং সমস্ত কাজ  পাশে থেকে  বাস্তবায়ন কল্পে  এবং তার  নির্দেশনায়  নিজের  পরিকল্পনায় ভুমির  হয়রানি রোধ  করতে ও শহরকে পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন সেবা দিতে সর্বদা চেষ্টা করে  যাচ্ছে  নিরলসভাবে এ  কর্মকর্তা । 

উপজেলা নির্বাহী অফিসার  এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকই হচ্ছেন সর্বোৎকৃষ্ট পদ্ধতি বলে আমি মনে করি।” সেরা নির্বাহী কর্মকর্তা মনোনীত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের দোয়া, পরামর্শ, প্রেরণা, উৎসাহ উদ্দীপনায় আন্তরিক ভাবে সহযোগিতাসহ শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার জন্য সকলের দোয়া কামনা করেছেন। গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত করায় এবং কর্মপ্রচেষ্টায় অনুপ্রেরণা দেয়ার জন্য গাইবান্ধা জেলার মাননীয় জেলা প্রশাসক আবদুল মতিন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার  বিকেলে জেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তারা হলেন শ্রেষ্ঠ জেলা প্রসাশক' আঃ মতিন সরকার, 'শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান' পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ , 'শ্রেষ্ঠ  উপজেলা নির্বাহী অফিসার' সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ, শ্রেষ্ঠ ঝড়েপড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমানো বিদ্যালয় পলাশবাড়ী উপজেলার সাঁতারপাড়া সঃপ্রাঃ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, শ্রেষ্ঠ সহকারী  উপজেলা শিক্ষা অফিসার গাইবান্ধা সদর উপজেলার এটিএম সফিয়ার আলম সরকার,শ্রেষ্ঠ কর্মচারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ শহিদুল ইসলাম, 'শ্রেষ্ঠ কাব শিক্ষক' সাঘাটা উপজেলার মজিদেরভিটা সঃ প্রাঃ বিঃ এর প্রধান শিক্ষক সফিকুর রহমান, 'শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী' সাঘাটা উপজেলার ভরতখালী সপ্রাবি এর বিদ্যুৎসাহী সদস্য মোছাঃ লাভলী আখতার, 'শ্রেষ্ঠ এসএমসি' সদর উপজেলার কলেজিয়েট মডেল সপ্রাবি এর সভাপতি মোঃ ফজলে করিম নান্টু, 'শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়' সাঘাটা উপজেলার জুমারবাড়ী মডেল সঃ প্রাঃ বিদ্যালয়, 'শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (প্রাথমিক বিদ্যালয়)'  সদর উপজেলার কলেজিয়েট মডেল সঃপ্রাঃ বিঃ সহকারী শিক্ষক মোছাঃ লেলিনা আখতার লিয়া, 'শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়)' গোবিন্দগঞ্জ উটজেলার নীলকন্ঠপুর সঃপ্রাঃবিঃ এর সহকারী শিক্ষক মোঃ রাজ্জাকুল ইসলাম,'শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (প্রাথমিক বিঃ)' সুন্দরগঞ্জ উপকেলার বেলকা মনিকা সঃপ্রাঃবিঃ এর প্রঃশিঃ মোছাঃ সাজেদা খাতুন, 'শ্রেষ্ঠ প্রধান শিক্ষক'  ফুলছড়ি উপজেলার গলাকাটি সপ্রাবি এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদা।

Post a Comment

0 Comments