সাদুল্লাপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ফুটবল টুর্ণামেন্ট উদ্ভোধন

সাদুল্লাপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ফুটবল টুর্ণামেন্ট উদ্ভোধন

মোঃ আবু হাসানুল হুদা রাশেদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ফুটবল টুর্ণামেন্ট’২০১৯  উদ্ভোধন করেন সাদুল্লাপুর  পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব।
 
সোমবার ৭ অক্টোবর  সাদুল্লাপুর উপজেলা পরিষদ ও  উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সাদুল্যাপুর বহুমুখি পাইলট  উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্বাবধায়নে কবুতর উড়িয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
 
উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে মোস্তাফিজার রহমান ফারুকের ধারাভাষ্যকারে এক আলোচনা সভায়  বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রভাষক মোঃ আঃ জলিল সরকার, থানা অফিসার ইনচার্জ  মোঃ মাসুদ রানা,  জামালপুর ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, বনগ্রাম ইউপির চেয়ারম্যান শাহীন সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসটিএম আলম, প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা প্রমুখ । 
 
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান স্মৃতি, উপজেলা আ'লীগের সহ-সভাপতি শামসুজ্জোহা রাঙ্গা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দামোদোরপুর ইউপির চেয়ারম্যান এজেড সাজেদুল ইসলাম স্বাধীন, কামারপাড়া  ইউপির চেয়ারম্যান সামসুল আলম মাষ্টার, ভাতগ্রাম ইউপির চেয়ারম্যান এটিএম রেজোয়ানুল ইসলাম বাবু।
 
উপজেলা পরিষদসহ ১১টি ইউনিয়ন পরিষদের ১১টি দল উপজেলা  এই খেলায় অংশ গ্রহন করবে । উদ্ভোধনী খেলায় অংশ গ্রহন করেন বনগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ বনাম জামালপুর ইউনিয়ন পরিষদ একাদশ। 

Post a Comment

0 Comments