মাদারীপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাকিব,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ইয়াবাসহ মো. রকি মুন্সী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৩ অক্টোবর) রাত ৯ টার দিকে কালকিনি উপজেলার সিটিখান বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ও মাদক ব্যবসায়ী রকি মুন্সি একই উপজেলার ইসাগুড়া গ্রামের  মোঃ আবুল কালাম মুন্সীর ছেলে।

রাব-৮ ক্যাম্পের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো রকি মুন্সী। 
এমন গোপন কিছু সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে  মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১২০ পিস ইয়াবা, মাদকদ্রব্য বিক্রি করা ৩৫০০ টাকা,  মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি সীম কার্ড পাওয়া যায়।

মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি মুন্সী স্বীকার করেছেন তিনি মাদক বিক্রির সাথে জড়িত’। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments