মশা ও কামান কাহিনী

মশা ও কামান কাহিনী

মশা ও কামান কাহিনী
- শ্যামল বণিক অঞ্জন 
মারতে মশা কামান লাগে
আরো হরেক সামান লাগে,
তবুও মশা মরেনা, দেশ ছেড়ে হায় নড়েনা!
কানের কাছে গাইছে গান,
নিচ্ছে চুষে রক্ত প্রাণ!
মশা এখন ভয়ঙ্কর, মশা শিরোনাম খবর।
 হোকনা বাহির কিম্বা ঘর,
সবখানেই আজ মশার ডর!
হাতি ঘোড়া গেলো তল, মশার দেহেই হাতির বল!
হায়রে কতো চোখের জল,
ঝরছে হারিয়ে সম্বল।
সৃষ্টি সেরা মানব জাত, মশার কাছেই কোপকাত!

Post a Comment

2 Comments

  1. অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে

    ReplyDelete
    Replies
    1. আপনাকেও অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

      Delete