নারীবাদী -২
শ্যামল বণিক অঞ্জন
নারী হয়েও অন্য নারী
করছো ঘৃণা নির্যাতন,
নারীর প্রতি ক্রোধ হিংসার
চাইছো আবার নিবারণ?
নারীবাদী নারী নেত্রীর
নামাবলী দিয়ে গায়,
বাইরে ধন্য, ঘরে বন্য
হচ্ছো মত্ত সহিংসতায়!
মাতৃসম বৃদ্ধা বুয়াও
পাচ্ছেনা ছাড় একটি চুল,
হচ্ছে দিতে চরম মাশুল
ছোট্ট শিশুর ক্ষুদ্র ভুল!
দেশ বরেণ্য নারী নেত্রীর
রুপটা হিংস্র নিরণ্যে,
যেমন হয় বাঘ সিংহের
পেলে শিকার অরণ্যে।
বলছো মুখে বড় কথা
কর্মকাণ্ড ছোট সব,
তুলছো ধোয়া অধিকারের
নারী মুক্তির তুখোড় রব!
0 Comments