মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস-২০১৯।
দিবসটি উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সাদুল্লাপুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্ররী এন্ড ক্লাব চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ, উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ্খারুল ইসলাম প্রমুখ।
0 Comments