মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে অনুর্ধ্ব ৫ম শ্রেনী ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও রার্নাসআপ সাদুল্লাপুর শিশু উদ্যান স্কুল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর উপজেলা পরিষদ এবং প্রশাসন কতৃক আয়োজিত ব্যাডমিন্টন ক্লাবের সার্বিক সহযোগিতায় শামসুজ্জোহা রাঙ্গা প্রামাণিক এর অর্থায়নে সাদুল্লাপুর থানা চত্বরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৮ টি দল অংশগ্রহণ করে।
অনূর্ধ্ব ৫ম শ্রেনী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিরতণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সাদুল্লাপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি নবীনেওয়াজ এর সভাপতিত্বে আবু হাসানুল হুদা রাশেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়ার খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নবীনেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুজ্জোহা রাঙ্গা প্রামানিক, থানার পুলিশ ইন্সপেক্টর ( তদন্ত) ও ব্যাডমিন্টন কৌশলী খেলোয়াড় মোঃ মোস্তাফিজ দেওয়ান, আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম, শিশু উদ্যান স্কুলের পরিচালক মোঃ আনারুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন এনজিও কর্মী বাহারাম খাঁন শাহিন, সরকারী মডেল স্কুল ও কেজি স্কুলের শিক্ষক/শিক্ষিকা এবং ব্যাডমিন্টন ক্লাবের সকল সদস্যগন।
0 Comments