মাধবপুরে গাঁজা সহ সাবেক কমিশনার, গ্রেফতার ২

মাধবপুরে গাঁজা সহ সাবেক কমিশনার, গ্রেফতার ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গাঁজা সহ সাবেক পৌর কমিশনার বেনু রায় সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা  হল মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বেনু রায় (৫৩) এবং পশ্চিম মাধবপুর শান্তিপাড়ার দিল­র আলীর ছেলে আলী আজগর (৪০)।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর পৌরশহরের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ উলে­খিত ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক আলাউদ্দিন গ্রেফতারকৃত সাবেক কমিশনার বেনু রায় ও আলী আজগরকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


মোঃ জহিরুল ইসলাম (লিটন পাঠান)
মোবাঃ ০১৭৩৯৮০০০৮৩

Post a Comment

0 Comments