গাইবান্ধায় ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধায় ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার  (২৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রেসক্লাব কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হয়। 


কে এম রেজাউল হকের সভাপতিত্বে দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, প্রধান আলোচকের বক্তব্য রাখেন পৌরপিতা এ্যাডঃ শাহ্ মাসুদ মোঃ জাহাঙ্গীর কবীর মিলন, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, জেলা প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার সাংবাদিক আবু জাফর সাবু, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি গোবিন্দলাল দাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ। 

সভায় বক্তারা ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, মুক্ত বাংলার প্রথম দৈনিক ইত্তেফাক দেশের ক্রান্তিকালে গুরুত্ববহ ভূমিকা পালন করেছিল। প্রাচীনতম দৈনিক ইত্তেফাক এদেশের ইতিহাস, সংগ্রাম, স্বাধীনতাসহ সকল ইতিহাসের স্বাক্ষী। সচেতন জাতি গঠনে ইত্তেফাক বড় ভুমিকা রেখেছে। সেই সঙ্গে অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Post a Comment

0 Comments