মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ কামাল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। মাধবপুর শহরের রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কামাল মিয়া পূর্ব মাধবপুর গ্রামের মৃত উম্মাদ আলীর ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান- বিকেলে কামাল মিয়া ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছেন গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় মাধবপুর থানার পুলিশ।
এ সময় তাকে আটক করা হয় পরে তার দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
0 Comments