নেতার খায়েশ
শ্যামল বণিক অঞ্জন
নব্য নেতার খায়েশ মনে
লড়বে ভোটের ময়দানে,
হবেন জনপ্রতিনিধি
নেতা বেহুঁশ পদ ঘ্রাণে!
রাজনীতিতে ধন্য জীবন
পদ পদবী আসনে,
যতোই করুক মিছিল সভা
ফাটাক গলা ভাষণে!
জেল জুলুম আর দমন পীড়ন
রাজপথে থাক সমুখে,
বিকশিত হয় যে নেতা
ক্ষমতারই স্বাদ ভোগে!
তাইতো নেতা চাইছে দোয়া
সবার দ্বারে দ্বারে যে,
নির্বাচনের ভূত চেপেছে
নব্য নেতার ঘাড়ে যে!
অর্থ কড়ি ঢালছে প্রচুর
সমাজ সেবার নামে হায়,
তবু যদি গদিখানা
অর্থ দেহের ঘামে পায়!
এই আশাতেই চলছে নেতা
দলছে কাঁটা, চষছে মাঠ
দিচ্ছে সময় তৃণমুলে
পোড়াচ্ছে খড় তেল আর কাঠ!
0 Comments