মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদোরপুর গ্রামে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আইজল ও উজ্জ্বল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম দামোদোরপুর গ্রামের মৃত্যু ছফুর উদ্দিনের ছেলে আইজল মিয়া (৪০) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (১৬) এবং হবিবর মিয়ার ছেলে হারুন মিয়া (৩৩) রাতে খাওয়া দাওয় সেরে ১০ টার দিকে বের হয় পাশ্ববর্তী কাতলার বিলে মাছ ধরার জন্য । পূর্ব দামোদোরপুর গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে ফুল মিয়ার ধানী জমিতে মাছ ধরতে নামেন।
ফুল মিয়া জমিতে ইঁদুর নিধনের জন্য পরিকল্পিতভাবে কারেন্টের ফাঁদ পেতেছিলো কিন্তু অজান্তে আইজল ও উজ্জ্বল এবং হারুন মাছ ধরতে এলে জমিতে থাকা কারেন্টের তারে জড়িয়ে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং হারুন অাহত হয় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা হারুনকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। হারুন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে । এ বিষয়টি নিশ্চিত করেন দামোদোরপুর ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন।
ঘটনা পরবর্তী সাদুল্লাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
0 Comments