মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সাদুল্লাপুর শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে পাবলিক লাইব্ররী এন্ড ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আ'লীগের সহ-সভাপতি শামসুজ্জোহা রাঙ্গা, জিল্লুর খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মিন্টু, রাজা বকসি, মোঃ লাবলু মিয়া, ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাসুম খাঁন ও আবু হাসানুল হুদ রাশেদ প্রমূখ।
সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি ধানমন্ডির ৩২ নম্বর বাসায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের বুলেটে পরিবারের অন্যান্যদের সঙ্গে নিহত হন শিশু শেখ রাসেল।
0 Comments