মাদারীপুরে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

মাদারীপুরে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

রাকিব, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শান্তিনগর এলাকায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মেয়েটি অপমান সহ্য করতে না পারায় স্যাভলন সেবন করে আত্মহত্যার চেষ্টা করে।
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭:৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মেয়ের পরিবার তার ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখে। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে পরে সদর থানা পুলিশ ঐ স্কুল ছাত্রীর সাথে কথা বলেন।

স্থানীয় ও পুলিশ তথ্য অনুযায়ী জানা গেছে, শহরের শান্তিনগর এলাকার জলিল চৌকিদারের (৫৫) ছেলে আমান চৌকিদার (২২) একই এলাকার ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঐ স্কুল ছাত্রী প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে আমান চৌকিদার জোরপূর্বকভাবে রাস্তার পাশে একটি পুরাতন অকজো গ্যারেজের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে ঐ স্কুল ছাত্রী বাড়ি গিয়ে কান্নাকাটি করে দেখে তার মা কাছে গিয়ে দেখেন, মেয়েটির  অবস্থা গুরুতর। তার মা বিষয়টি জানার চেষ্টা করেন। মেয়েটি তখন লজ্জায় কিছু বলতে চায়নি কিন্ত পরক্ষণে মেয়েটি তার বাবা-মাকে জানায়। ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে রাতেই স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঐ স্কুল ছাত্রী। পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঐ ছাত্রী শহরের সামসুন্নাহার ভূঁইয়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

মাদারীপুর সদর মডেল থানার (তদন্ত) ওসি  মো. আব্দুল ওহাব বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা শোনার পর আমরা ঐ ছাত্রীর বাড়িতে এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করতে আসেনি। তারা আইনগত সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো।

Post a Comment

0 Comments