ভাগ্য বদল || শ্যামল বণিক অঞ্জন

ভাগ্য বদল || শ্যামল বণিক অঞ্জন

===== ভাগ্য বদল=====

 - শ্যামল বণিক অঞ্জন -

আজকে তোমার সব হয়েছে
নিজের মনের মতো,
কানায় কানায় পরিপূর্ণ
স্বপ্ন ছিলো যতো।
ভুলে গেছো অতীতটাকে
হয়ে স্বার্থপর,
দু:সময়ের বন্ধুদেরও
রাখছোনা খবর!
জুটতো নাতো আহার তোমার
থাকতে অনাহারে,
যা পেয়েছো, তাই খেয়েছো
ঘুরে লোকের দ্বারে!
সারাবছর একটি জামা
পাওনি কদিন আগে,
সেই তোমারই ভাগ্য বদল
ভীষণ অবাক লাগে!

Post a Comment

0 Comments