আহসান হাবীব
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ ০১ অক্টোবর রোজ বুধবার থেকে। আবেদন অনলাইন এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে করা যাবে। অনলাইনে আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
এবারই প্রথমবারের মত বহুনির্বাচনি প্রশ্নের পাশাপাশি ভর্তিচ্ছুদের নেওয়া হবে লিখিত পরীক্ষাও। নতুন পদ্ধতিতে দেড় ঘন্টায় ১০০ নম্বরের জন্য পরীক্ষা দিতে হবে যার মধ্যে এমসিকিউ অংশ ৭৫ নম্বরের আর লিখিত অংশের জন্য বরাদ্দ ২৫ নম্বর। এমসিকিউ অংশে ৭৫ এর মধ্যে যারা ৩০ (কোটার ক্ষেত্রে ২৫) পাবে শুধুমাত্র তাদেরই লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। লিখিত অংশে ২৫ নম্বরের মধ্যে ন্যূনতম ১০ নম্বর (কোটার ক্ষেত্রে ৮ নম্বর) পেতে হবে ভর্তিচ্ছুদের। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ এর মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।
যারা ২০১৬ বা ২০১৭ তে এসএসসি এবং ২০১৮ বা ২০১৯ এ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র তারাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে। সব ইউনিটে অংশগ্রহণের যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য তথ্য বিস্তারিত ভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) তে পাওয়া যাবে।
0 Comments