মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আবুল কালাম আজাদ ইদুলপুর ইউনিয়নের মহিপুর উত্তর পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামে এক মসজিদের পেশ ইমাম। গতকাল জুম্মার নামাজ পড়াতে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি, রাত্রে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি । আজ ভোরে পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দরায় দেবত্তরে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
সাদুল্লাপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
0 Comments