জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ইউনিট-২ মানবিক শাখার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে ৮৫০ জনকে বিষয় প্রদান করা হয়েছে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট jnu.ac.bd এবং admissionjnu.info এ পাওয়া যাবে।
রেজান্ট জানতে :-http://admissionjnu.info/ webx/result.html
ইউনিট ২ মানবিক শাখার পূর্ণাঙ্গ ফলাফল (পিডিএফ ফাইল) :-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট লিংক:-www.jnu.ac.bd
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মানবিক শাখার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর মানবিক শাখায় ৮৫০ টি আসনের বিপরীতে সর্বমোট ২২,৯৫৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছিল।
0 Comments