মাদারীপুরে আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাকিব, মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ (২১) কে নৃশংসভাবে হত্যার বিচারের দাবী এবং তার  হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের  গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট মাদারীপুর। মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গন চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় আজ বিকেলে। 

মাদারীপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ড. রেজাউল আমিন এর সভাপতিত্বে এই  মানববন্ধন করেন।


এছাড়াও উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আলাউদ্দিন এলিন, আবৃতি সংগঠনের সভাপতি সানজিদা সিমা, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন লিটন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক ড. বশীর আহম্মেদ, ধৈবত আবৃতি সংগঠনের সাধারন সম্পাদক ইমরান সাগর,  মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক আমির বাবু, উদ্ভাস আবৃতি সংগঠক মাহাবুবর রহমান। আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবরার হত্যাকারীদের সকলকে অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী করেন। বিচারিক শিথীলতার কারনে যেন অপরাধাীরা বারবার এমন বীভৎস অন্যায় কাজ করার সুযোগ না পায় আর ভবিষ্যতে যেন কোন মায়ের কোল এভাবে শূন্য না হয়।

Post a Comment

0 Comments