কালকিনিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

কালকিনিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

রাকিব, মাদারীপুর প্রতিনিধি 
মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক ব্যক্তির-(৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

পুলিশ ও এলাকা লোকজনের তথ্য অনুযায়ী, কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামাড়া গ্রামের মজিদ বেপারীর বাড়ির পাশের একটি পুকুরে নিহতের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে কালকিনি থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ হারুন অার রশিদ ও তার  ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ হারুর অার রশিদ বলেন, আমরা খবর শুনে লাশটি উদ্ধার করেছি এবং ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের বাক্তিকে শনাক্ত করা যায়নি।

Post a Comment

0 Comments