মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, সাদুল্লাপুর প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গা পূজা চলাকালীন আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাদুল্লাপুর পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সাদুল্লাপুর থানার অায়োজনে কমিউনিটি থানা পুলিশিং হলরুমে এই সভার আয়োজন করে । প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে দুর্গাপূজা চলাকালীন আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মতবিনিময় সভা করেন। তিনি আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে পূজামন্ডপ কমিটি সহ সকলের প্রতি সহযোগীতা কামনা করেন।
সভায় অফিসার ইনচার্জ মাসুদ রানার সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ দেওয়ানের সঞ্চালনায় সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, সাধারণ সম্পাদক কুষিধ্বজ প্রামানিক কুশি বাবু,বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ১০৯টি পুজা উদযাপন কমিটির ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
0 Comments