বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী যুবকের

বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী যুবকের

রাজধানীর গুলশানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর যুবক। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম কবির হোসেন (২৭)। চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বড় হলুদিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির। আহত যুবক হলেন শাহপরান (২৪)।
 

আহত শাহপরানের বরাত দিয়ে তাঁর মামা আরিফ বলেন, কবির একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। শাহপরান ও কবিরের বাসা মিরপুর এলাকায়। তাঁরা দুজন গুলশান থেকে কুড়িল যাচ্ছিলেন। মোটরবাইক চালাচ্ছিলেন কবির, পেছনে বসে ছিলের শাহপরান। শাহজাদপুর এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে অনাবিল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুজন আহত হন। পরে কবির মারা যান। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে যান শাহপরান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য কবিরের লাশ মর্গে রাখা হয়েছে। আর আহত শাহপরান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

Post a Comment

0 Comments