কবিতাঃ স্বার্থপর || কবি- শ্যামল বণিক অঞ্জন

কবিতাঃ স্বার্থপর || কবি- শ্যামল বণিক অঞ্জন

====স্বার্থপর====

 শ্যামল বণিক অঞ্জন 


সারাটাক্ষণ নিজের ভাবনায়
শুধু ডুবে রই,
এখন আর তোমায় নিয়ে
ভাবার সময় কই?
এই দুনিয়া খুবই কঠিন
কেউতো কারো নয়,
যার যার পথটা তাঁরই
দেখে চলতে হয়।
শিখেছিতো অনেক কিছু
জীবন চলার বাঁকে,
স্বার্থপর মানুষেরাই
ভীষণ ভালো থাকে।


কেউ আমাকে ভুলে গেলে
ভুলতে আমিও পারি,
হোকনা সে যতোই আপন
পুরুষ কিম্বা নারী।
কি লাভ বলো এই জগতে
মহাপুরুষ হয়ে?
কলঙ্ক আর দু:খের বোঝা
চলিই যদি বয়ে।
তার চেয়ে ভালো
সব ছেড়ে আজ নিয়েছিগো ঘর,
উদার মনোভাবটা ঝেঁড়ে
হলাম স্বার্থপর।

Post a Comment

0 Comments